আমি তোমাকে চাই । Ami Tumake Chai । I Want You । বাংলা কবিতা

কবি ও কবিতা

আমি তোমাকে চাই সাঁঝ বেলাতে
যখন গোধূলীর লগ্নে উল্টো আকাশে
মূদু হাওয়া বইতে থাকে,
আর তখন আকাশের তারাগুলো
ক্লান্ত দিন শেষে উদ্ধিপনায় জাগে-
নব স্বর্ন শিহরে।

আমি তোমাকে চাই গভীর রজনীতে
নেই কোন কোলাহল
থাকবেনা কোন স্বার্থযুক্ত চাহিদা।
শুধু তুমি আমি দু-জনা
দুটি মন একই মহনা।
গাইবো গান মন বদলের
আর হারিয়ে যাবো দূর গগণে।

আমি তোমাকে চাই শেষ বিকেলে,
সৃর্যটা ধীরে ধীরে আলোহীন
আর হিমেল হাওয়া বইবে।
কিছু দূরে পাশাপাশি থাকবো-
মনের কথা কইবো
জীবনের তরী ভাসাবো
আর তুমি বৈঠা বইবে
শিশির ভেজা ঘাসের উপর ।

আমি তোমাকে চাই ফুল রুপে,
হৃদয়ের জমিনে মালা গাঁথবো
আর সারি সারিতে ঝুলিয়ে রাখবো
মৌ মৌ গন্ধ ছড়াবে,
কিন্তু মধুর খোঁজ পাবেনা
ভ্রমরগুলো ব্যর্থ ছুটাছুটি করবে !
কারণ, তুমি থাকবে হৃদয়ে বন্দি।

আমি তোমাকে চাই রিমিঝিমি বৃষ্টিতে,
বৈশাখি ঝড়ের প্লাবনে মিশে-
দু-জন মিলে সাঁতার কাটাতে,
আর দূর নদীতে পানকৌড়িগুলো-
জলের সমারহে খেলবে,
তোমার দেহখানি ভিজে যাবে
আমার পানে অপলকে থাকবে।

আমি তোমাকে চাই খর তাপের বেলায়,
সময়টায় তৃষ্ণা লাগে
বুকটা চৌচির হয়ে যায়,
তুমি পাশে থাকিলে, তাহা শিহরন
আমার দেহখানি সতেজ হবে।

আমি তোমাকে চাই দখিন হাওয়ার মাঝে
সর্ব দেহের ক্লানি- যেন নিঃশেষ হয়,
উদিত হয় সুভাসিত লগ্ন।
আমার দেহ খানি নব সাঁজে-
চির সবুজ অরণ্যে ভরে যাবে।
তুমি এসো, এই হৃদয়ে
ভালবাসার বন্ধন মায়ায়,
কোন তর্কে নয় প্রেমের-
পূস্পমেলা মাতাল হাওয়ায়।
                                                            তারিখ ও সময়:- ১১/০৭/২০০৫, ০৯-৫০

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget