রক্তিম ফুলে ভেজা তোমার
অবাক করা দু-খানি চাহনি,
ভুলি নাই আমি ভুলি নাই
কখনো ভুলতে পারিনি।
সন্ধা আকাশের বুকে তুমি আমার
লক্ষ তারার মাঝে একটি চাঁদ,
তুমি আমার বুকের মধ্যেখানে-
থাকো, তোমার চলা অবাধ।
শত রিক্ততা শত ব্যর্থতার মাঝে
কষ্টগুলো আমায় পুড়ায়,
তোমার মাঝে ডুবেছি তবু পাইনা-
কেন, এ হিয়া তলায়।
আকাশের কথা আমার ব্যাথা
একই পথের পথিক,
শূন্য হৃদয় আমার, তোমায় চায়
কখনো দিওনা মনে ধিক।
একা ছিলাম তোমার দেখায় পেয়েছিলুম
সাত সাগরের মহনা,
ফুলশয্যা মরে গেছে চৈত্রের খরায়
তাই আমি আপনার না।
কিছু স্বপ্ন আশায় থাকে
পাওয়া না পাওয়ার গল্প,
হয়তো আমি হারিয়েছি সব
পেয়েছিলাম যে অল্প।
তারিখ ও সময়:- ২৭/০৬/২০০৫, ১৩-৫০
একটি মন্তব্য পোস্ট করুন