শ্যামল বাংলা । Shamol Bangla । The Green Bengali । বাংলা কবিতা । দশম ও শেষ পার্ট

শ্যামল বাংলা

আমার স্বাধীনতা, সমীরণে দোলমান
রক্তের মূল্যে অমূল্যে রতন পেয়ে ধন্যিপার,
জুলুমাতে দিয়ে জখমা ক্লান্তির রুপ-
চলে কাপুরুষ কায় রক্ত আর্বে অমানুষি,
জন্ম অবহেলায় মানবতার অভিষাপে
তাহারা পালায় পালা ক্রমে রঙ্গ ভঙ্গিতে,
ফেলে দেই নর্দমার গর্তে যাযা খেলি
জাহান্নামে পড় নাস্তিকের দুয়ারে তব র‌্যালি,
জয় মোদের ক্ষয় তোদের সর্বামূলে
জোছনার কোলে জোছনা নামে জননীর কোলে
পতাকার তলে বাংলা আমার উন্নত মম শিরে।
২৯
অমিয় তৃষ্ণার আর্বে লেলিহার খঞ্জর বাওয়া

দুনিয়া কাঁপানো কাবুলায় রক্ত কোষান্তর,
পতাকা বাংলার, কান্ডারি বাঙালি,
ভেসে থাকে রুপ মরিতার ভাবাবেগে জালিকা
খোস আমদেদ বানুকায় আনন্দ সারিকা
তাহার আপনা জ্বলে রত্ন ভান্ডারে তন্দ্রিমা,
উহা পুস্প আঁকড়ে জন্মভূমি আমার
রক্তে মিশে মৃত্তিকার কণা অহরহ সমাহার
বাঁধিয়া লই কোথায় কিহে আর পাবো ?
জগৎ দুয়ারে জানিতো নেই এমন মধুলতা
শ্যামল বাংলা রুপসী বাংলা বাঙালির চৈতনে গাঁথা।
-০-

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget