কার্তিকের মাঠে চরাকার, ধরাশান ছোঁয়ে-
আঁকি পয়রা তিমির বেলা হৃদয়ে
মাঠের মাঠ রক্তের দামে
হেঁটে চলা আত্মার টানে মহিলাল মর্মে
জ্যাতিকায় আলোক প্রভা
হেমন্তের ঘরে ঘরে চালের কি সোভা !
খড়ের মাদুলিতে আঁকা ছবি মনা
কাঁধে ধানের গন্ধরাজি বাজিমাত পিয়ানা,
দূরের চোখে রাঙা আলতা বধূয়া
খোঁপায় চামেলির বসত প্রিয়া
রন্দ্রে রন্দ্রে ফানুকায় যৌবনের দিশা দিয়া।
২
ঘাসের বুকে আমার আপনা ঘুমায় সাধে
সুখের নীড়ে, যাতনার র্যালি দূর কাঁদে,
বাতাসের মাঠে দেখা নিঃশ্বাসের আবেশ
চির মৌনতার দুপায়ে ভালথাকার বেশ,
কামনার দুয়ারে হাঁকে হাসি তামাশা
শিশির শিমুলে শিহরণের নেশা-
উড়ে চলা বক পক্ষীর দল পল
ছান্দনিক সংসারে আসে সুখ ঝলমল
রোদেলা আকাশে আলোর চুম্বন পাহারা
আঁকড়ে বাঁধি পান্থশালার নির্মল তারা
দেখি কোথাও নেই, এহেন বাংলার ধারা।
৩
আসি তাই ফিরে বাংলার মাঠে ঘাটে
তপ্ত বালুকাময় কিংবা কাদার নাটে
জল কামনায় নদী মোহনার বুকে-
পরশ পেয়ে ধন্য হই চৈত্র বৈশাখে,
আসি মর্মে আত্মার টানে রক্তে
দেখি স্বপন বঙ্গিতি গানের সাথে,
ভোর বিহানে পাখির কিচিমিচি ডাকে-
ছুটে চলা দামিনী, ভুলিবার নহে তাকে
কলবরে কৃষানের কাব্যের তালে
গল্পের আসরে মজিবার সোয়ারি ঢালে
খাঁটি মাটির সাথে জড়ায়ে বাহু তলে।
আঁকি পয়রা তিমির বেলা হৃদয়ে
মাঠের মাঠ রক্তের দামে
হেঁটে চলা আত্মার টানে মহিলাল মর্মে
জ্যাতিকায় আলোক প্রভা
হেমন্তের ঘরে ঘরে চালের কি সোভা !
খড়ের মাদুলিতে আঁকা ছবি মনা
কাঁধে ধানের গন্ধরাজি বাজিমাত পিয়ানা,
দূরের চোখে রাঙা আলতা বধূয়া
খোঁপায় চামেলির বসত প্রিয়া
রন্দ্রে রন্দ্রে ফানুকায় যৌবনের দিশা দিয়া।
২
ঘাসের বুকে আমার আপনা ঘুমায় সাধে
সুখের নীড়ে, যাতনার র্যালি দূর কাঁদে,
বাতাসের মাঠে দেখা নিঃশ্বাসের আবেশ
চির মৌনতার দুপায়ে ভালথাকার বেশ,
কামনার দুয়ারে হাঁকে হাসি তামাশা
শিশির শিমুলে শিহরণের নেশা-
উড়ে চলা বক পক্ষীর দল পল
ছান্দনিক সংসারে আসে সুখ ঝলমল
রোদেলা আকাশে আলোর চুম্বন পাহারা
আঁকড়ে বাঁধি পান্থশালার নির্মল তারা
দেখি কোথাও নেই, এহেন বাংলার ধারা।
৩
আসি তাই ফিরে বাংলার মাঠে ঘাটে
তপ্ত বালুকাময় কিংবা কাদার নাটে
জল কামনায় নদী মোহনার বুকে-
পরশ পেয়ে ধন্য হই চৈত্র বৈশাখে,
আসি মর্মে আত্মার টানে রক্তে
দেখি স্বপন বঙ্গিতি গানের সাথে,
ভোর বিহানে পাখির কিচিমিচি ডাকে-
ছুটে চলা দামিনী, ভুলিবার নহে তাকে
কলবরে কৃষানের কাব্যের তালে
গল্পের আসরে মজিবার সোয়ারি ঢালে
খাঁটি মাটির সাথে জড়ায়ে বাহু তলে।
একটি মন্তব্য পোস্ট করুন