যাইনি আমি মুছে, এই ধুলায়-
পানির সাথে মিশে কোন সুদূরে,
পূর্বে যাহা ছিলাম একটু বদলে নেই
রেখেছি ভালবাসা অন্তরে ।
তুমি পেরেছো মুছতে তোমা হৃদয় থেকে,
দোষ তোমার দিব না-
স্বপ্ন হয়ে জেগে আছো চোখে ।
তুমি নীল আকাশের মাঝে একটি চাঁদ,
আমার ভুল শুধু জানি একটাই
ভালবেসে তোমায় করেছি অপরাধ।
কখন যেন বিকেল শেষ হয়েছে
আমার হৃদয় বুঝতে পারেনি,
সে ছিল অন্ধ বিশ্বাসের দৃষ্টি মেলে
তুমি তারে বুঝতে চাওনি।
ভুল করেছি কিনা জানি না,
তবুও তুমি আমার অঙ্গে মাখা জোছনা,
বুকের খাঁচা মেলে রেখেছি,
যদি পাই তোমায় সাঁঝের আগে-
সত্যি ফুল ফুটবে চিরন্তন প্রেমের।
অথৈই গভীর জলে দু-জনার মন,
ভেলায় ভেসে ভেসে কোন-
অচেনা সাগরে মিশে যাবে
যদি দুটি হৃদয়ের হয় স্পন্দন।
তারিখ ও সময়:- ০১/০৭/২০০৫, ১৫-২৫
একটি মন্তব্য পোস্ট করুন