ধরো আমার এই হাত,
এই হাত শুধু তোমারি স্পর্শ পেয়েছে,
অন্য কিছু ধরলেও তার মাঝে স্পর্শ ছিল না,
ভালবাসার কোন ছোঁয়া ছিল না,
ছিল না তাতে হৃদয়ের লেনাদেনা।
এখানে শুধু তুমি আর আমি,
দুটি মন, একই রেখাংশে,
চার জোড়া হাত পা, একই বৃত্তের ভিতরে।
এখন বিকেল, বাতাসের সাথে আমরা-
মিলেছি প্রেমান-র পালে,
অনেকগুলো স্বপ্ন আমাদের চোখে ভিড় করছে,
একটা ছোট্ট ঘর, একটা ছোট্ট সংসার,
একটা নেশা, এক জোড়া মাতাল মাতালি-
মেতেছে প্রেমের সপ্তডিঙ্গায় ভর করে ;
তারপর কি ?
একটি মন্তব্য পোস্ট করুন