ভালবাসার ঠিকানা
ভালবাসা তুমি গগণের মাঝে-
সবগুলো মেঘের ছড়াছড়ি,
ভালবাসা যেন সাগর তীরে ছোট-
বড় অনেকগুলো তরী।
ভালবাসা সেতো ফুটন্ত ফুলের উপর-
উড়ে আসা ভ্রমরের গুঞ্জন,
ভালবাসা সেতো হাওয়ায় উড়ানো-
প্রিয়ার চুলে প্রেমের বন্ধন।
ভালবাসা মানে জোছনা রাতে উদিত
মিটি মিটি তারাগুলো,
ভালবাসা মানে সন্ধা রাতে আধাঁর-
মাঝে পূস্ফুটিত আলো।
ভালবাসা সেতো পাহাড় থেকে কলকল-
বেগে আসা ঝরনা ধারা,
ভালবাসা সেতো পূর্ণিমার রাতে,
পূর্ণ আলো দিয়ে ভরা।
ভালবাসা যাবে বহুদূর ঠিকানাহীন-
অসীম পথ প্রান্তরে,
ভালবাসা কিছু গান কিছু কথা,
লুকিয়ে থাকে অন্তরে।
ভালবাসা সেতো দুখের মাঝে সুখ-
খোঁজে নেয় প্রিয়ার সন্ধান,
ভালবাসা সেতো মায়াবী মুখের,
মিষ্টি হাসি ভরা কলতান।
ভালবাসা ধীরে ধীরে হেঁটে যায়-
কোন অজানা স্নিগ্ধতার খোঁজে,
ভালবাসা কাহারো হৃদয়ে আসন নেয়-
দুটি মনের আঙ্গিনা বুঝে।
ভালবাসা কখনো চপলা নারীর-
চুলের খোঁপায় বাঁধানো বকুল মালা,
ভালবাসা কখনো বহতা নদী বেগে-
বয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে চলা।
ভালবাসা সেতো জোছনা রাতের-
লক্ষ তারার ঝিকিমিকি আলো,
ভালবাসা নজর ফেলে ঐ নীল গগণে,
দেখতে লাগে ভালো।
ভালবাসা সেতো বহুদূরে যেতে চায়-
কোন স্বপ্ন প্রেমের দেশে,
ভালবাসা অনন্ত, চিরন্তন,
থাকতে চায় সুখ বেশে।
তারিখ ও সময়:- ০৬/০৬/২০০৫, ১৫-৩৫
সবগুলো মেঘের ছড়াছড়ি,
ভালবাসা যেন সাগর তীরে ছোট-
বড় অনেকগুলো তরী।
ভালবাসা সেতো ফুটন্ত ফুলের উপর-
উড়ে আসা ভ্রমরের গুঞ্জন,
ভালবাসা সেতো হাওয়ায় উড়ানো-
প্রিয়ার চুলে প্রেমের বন্ধন।
ভালবাসা মানে জোছনা রাতে উদিত
মিটি মিটি তারাগুলো,
ভালবাসা মানে সন্ধা রাতে আধাঁর-
মাঝে পূস্ফুটিত আলো।
ভালবাসা সেতো পাহাড় থেকে কলকল-
বেগে আসা ঝরনা ধারা,
ভালবাসা সেতো পূর্ণিমার রাতে,
পূর্ণ আলো দিয়ে ভরা।
ভালবাসা যাবে বহুদূর ঠিকানাহীন-
অসীম পথ প্রান্তরে,
ভালবাসা কিছু গান কিছু কথা,
লুকিয়ে থাকে অন্তরে।
ভালবাসা সেতো দুখের মাঝে সুখ-
খোঁজে নেয় প্রিয়ার সন্ধান,
ভালবাসা সেতো মায়াবী মুখের,
মিষ্টি হাসি ভরা কলতান।
ভালবাসা ধীরে ধীরে হেঁটে যায়-
কোন অজানা স্নিগ্ধতার খোঁজে,
ভালবাসা কাহারো হৃদয়ে আসন নেয়-
দুটি মনের আঙ্গিনা বুঝে।
ভালবাসা কখনো চপলা নারীর-
চুলের খোঁপায় বাঁধানো বকুল মালা,
ভালবাসা কখনো বহতা নদী বেগে-
বয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে চলা।
ভালবাসা সেতো জোছনা রাতের-
লক্ষ তারার ঝিকিমিকি আলো,
ভালবাসা নজর ফেলে ঐ নীল গগণে,
দেখতে লাগে ভালো।
ভালবাসা সেতো বহুদূরে যেতে চায়-
কোন স্বপ্ন প্রেমের দেশে,
ভালবাসা অনন্ত, চিরন্তন,
থাকতে চায় সুখ বেশে।
তারিখ ও সময়:- ০৬/০৬/২০০৫, ১৫-৩৫
একটি মন্তব্য পোস্ট করুন