থার্মোমিটারের কথা । Tharmometerer Kotha । The Talk of Mind । বাংলা কবিতা

কবি ও কবিতা

চুম্বন দাও রক্তের ভিতরে মিশে হোক কলরব,
গান গাইতে পারিনা, নয়তো-
আমি সেই কলরবে সুর তুলে চিৎকার করে বলতাম,
আমার প্রিয়া আমায় ভালোবেসেছে,
সাত আসমান পেরিয়ে যাবে সেই বিশালতা।
চুম্বন দাও দেহের থার্মোমিটারে, তার গতি বেড়ে যাক
খুঁলে যাক বাতাসের বহুতল
যেখানে আমি স্বপ্নের সাঁকো বেঁধেছি।
ওখানেই আমি হাঁটবো, তোমার চুলের গন্ধ নেবো
তোমার আঁচলে আমার মুখ ঢেকে যাবে।
চুম্বন দাও জীবনের বুকে,
কোষ থেকে কোষান্তরে চলে যাক চেতনা বোধ,
দেহের প্রতিটি শিরা ধমনী দুরন্ত হোক।
আমি কলরব শুনতে চাই, কোন নীরবতা ভালো লাগে না,
কামনার রসের রসবোধ আমি বুঝিনা,
আমায় বুঝাবে কী ?
এই তোমার কাছে এলাম, একটা কিছু নিয়ে যাবোই।
চুম্বন দাও ঠোঁটে ঠোঁঁট মেখে,
লাগাতার হরতাল ভেঙে যাক সমাজ সংসার থেকে,
এক জোড়া উঠতি বয়সের ছেলেমেয়েরা কী
চুম্বন ছাড়া জীবন বরবাদ করতে পারে ?
পারে না, পারা উচিত নয়
তা হতে হবে বৈধ উপায়ে, অবৈধ নয়।

২১-০২-২০১২

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget