ক্ষীণ বাওয়া, যেন পদাঙ্ক পলে কাল ফনা
বিষকায় বিষ ধলে,মুহূরী কালো মর্মিতা
রুদ্ধ পেহলি নিপাতে যৌবন যবে লুপতি
ঠাঁই নেই এবে, যাও দূরে যেথা পাও কাল
পৃথিবীতে সঙ্গখেলা দুয়ারে মিলি অহেরি।
দিবেনা তল কার্যে আবার জিন্দা দিনকাল
বৃথাই থাকো শুয়ে মৃ্্তি্রকায় জনম স্মৃতি
যামিনী হানে ছল্লাবার পিশে বক্ষ রন্দ্রেতা
নিভে যায় গিয়াছে রক্ত তিথি মৃত মরণা।
এবে ছিলি,আজি নেই,ফানা ফানা বন্দি জাল
হয়ে থাকে হবে এমনি তৃষা চমক পাতি
ফুল মরনে যাও পবনে সত্যিতো সবিতা
বিধিতায় শ্যাম গাঁথা নিলয় যাবার মনা,
ধনমান মল্লিকা বহর মানবী তিথিতা
সবে পর নীড় অপর দাউ দাউ হিলতি
নর্দমায় পস্তাবত অনন্তকাল সেকাল।
একটি মন্তব্য পোস্ট করুন