ভালবাসি বলেই ।। Balobashi Bolei ।। বাংলা কবিতা ।। Bangla Poem

    কোন দিন যদি কারো নীল আকাশটা-
দেখার ভাগ্য না জোটে,
তাহলে সৃর্য্য কিভাবে উদয় হয় ?
কিভাবে বিকেল গড়িয়ে অস্ত যায় ?
চাঁদের চেয়ে সৃর্য্য কেন বেশী আলোকিত ?
তাঁরাগুলো জোছনা রাতে মিটি মিটি করে ?
কিন্তু দিনের বেলায় নেই,
 তা জানার ভাবনা এই সব জাগবেনা ।

আর যদি চোখের দেখা মুক্ত মনে-
সবই ভাবনায় থাকতো-
তাহলে বিভিন্ন প্রশ্ন জাগতো । 
কবিওকবিতা
আমি নারীর প্রেমে দিওয়ানা,
তাইতো আমার তার মধ্যে সবই
জানা শুনার সন্নিহিকটে,
দুঃখ কাহারে বলে ?
কষ্টের দৌড় কতটুকু ?
নজরে নজর রাখিবার পর-
কি পরিস্থিতির উদয় হয়,
তাহা উভয়ের জানা শোনার স্পর্শে
সর্বদাই হৃদয়ের মাঝে আনাগোনা হয়।

ভালবাসা কখনো কাউকে
যে কোন অজানা পথে নিয়ে যেতে পারে,
যেমন; আমি বিরহের দলে
কন্যা আমায় আপন ভাবতে পারেনি
যে আকর্ষণে আমি ঐ পথে গিয়েছি
তাহার সবই কন্যার জানা,
তবুও তার প্রতি আমার প্রেমের
পালতোলা নৌকা ঘাটে ভিড়ে,
সে লগি বৈঠার আওয়াজ পায়,
কিন্তু না শোনার ভাব করে।

গভীর রজনীতে যে পায়ের শব্দ-
কন্যা তুমি ক্ষণে ক্ষণে পাও
তা কিন্তু শুধুই আমি,
আমার তোমার কাছে আসতেই হয়।
ভালবসি বলেই তোমার গান
শোনার বারেবার ইচ্ছে জাগে,
নাকের নোলক নাড়িয়ে অভিমান-
করে চলে যাবার দৃশ্য,
আমার বুকে ব্যাথা বাড়ায় ।
সারি সারি তোমার চুলের ভাঁজে
আমার ভালবাসা বান্ধা পড়েছে,
তাই আমি ফিরে আসি
বেদনা যদিও আমায় আঘাত করে ।
ভালবাসি বলেই
তোমার বলা কর্কট কথা
আমার দুঃখ ধোয়ে নেয়।
                                তারিখ ও সময়:-  ২৭-০২-২০০৬,  ২৩/৫০

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget