আমি ধ্বংস,
চুরমার করি সব, উলুটপালট দাবানলের দহনে
উপুরে দেই সকল কালোকাল,
সকল অশান্ত রুপের রুপকার, জ্বলে দাউদাউ,
ক্লান্ত পথিক আমি বুকে নিয়ে স্বপ্নের সঙ্গম,
নিপাত করব সকল খুন জখম ধর্ষণ,
পিপাসার কোলে দিতে শান্তনা,
আমি আঁকবো সৃষ্টি সুখের উল্লাস।
২০. আমি সত্যে,
মিথ্যের সাথে আমি আপস করি নাকো,
কালে কালে এই প্রতিজ্ঞায় আমি অনড়,
মহাকালের আঙ্গিনায় একটা সত্যের পতাকায়
ভর করে আমি চলেছি,
যাচ্ছি, যাবো, জানি না কী পাবো ?
তবে তা কম হলেও, মুক্তির দলিল নিয়ে
বুক ফুলিয়ে যাবো জান্নাতের দুয়ারে।
চুরমার করি সব, উলুটপালট দাবানলের দহনে
উপুরে দেই সকল কালোকাল,
সকল অশান্ত রুপের রুপকার, জ্বলে দাউদাউ,
ক্লান্ত পথিক আমি বুকে নিয়ে স্বপ্নের সঙ্গম,
নিপাত করব সকল খুন জখম ধর্ষণ,
পিপাসার কোলে দিতে শান্তনা,
আমি আঁকবো সৃষ্টি সুখের উল্লাস।
২০. আমি সত্যে,
মিথ্যের সাথে আমি আপস করি নাকো,
কালে কালে এই প্রতিজ্ঞায় আমি অনড়,
মহাকালের আঙ্গিনায় একটা সত্যের পতাকায়
ভর করে আমি চলেছি,
যাচ্ছি, যাবো, জানি না কী পাবো ?
তবে তা কম হলেও, মুক্তির দলিল নিয়ে
বুক ফুলিয়ে যাবো জান্নাতের দুয়ারে।
২১. আমি দূর্বার,
ছুটে চলার নায়ে থামি নাকো কভু, রণভূমে-
মরণের সাথে আলিঙ্গনে মৃত্যুকে করি আপন,
জোড় কদমে চলি অসীম পথে;
বহুদিনের এই পথে আমার উন্নত তরী ভাসায়ে
আবিস্কার করি মহাপ্রলয়,
সেখানে যা থাকে তা কেবলই-
মানুষের কল্যাণের কল্যাণ কিছু।
একটি মন্তব্য পোস্ট করুন