আমি হিমাদ্রী,
নজরম্নলের বাহুবিলস্না, ছমছম কঠিনিয়ায় বেঁধে
দেওয়া দামিনী তরঙ্গের নেশায় মজে থাকা
এক দন্ড উন্নত মম শির।
খেলি খেলারামের সাথে, ঢেউয়ের তালে সীমানায়
যাওয়া কঠিন বালুচরের মরুকায়,
জেগে থাকি সাত আসমান কামনায় এই
দুনিয়ার একটা ফসলের মাঠ তৈরি করতে।
নজরম্নলের বাহুবিলস্না, ছমছম কঠিনিয়ায় বেঁধে
দেওয়া দামিনী তরঙ্গের নেশায় মজে থাকা
এক দন্ড উন্নত মম শির।
খেলি খেলারামের সাথে, ঢেউয়ের তালে সীমানায়
যাওয়া কঠিন বালুচরের মরুকায়,
জেগে থাকি সাত আসমান কামনায় এই
দুনিয়ার একটা ফসলের মাঠ তৈরি করতে।
১১. আমি চেতনায়,
সদাক্ষণ সারাক্ষণ থাকি ভাবনায় মজে
দেখি স্বপ্ন আমার ভবিষৎ নিয়ে
কতদূর যেতে পারবো কতটা নিয়ে,
চোখ কান খুঁলে স্বরণে রাখি,
ভঙ্গুর কাল যেন আমায় ভাঙ্গতে না পারে,
পর্দার ওপারে রাখা মরিহে যেন
সারাজীবন জ্বলতে না হয় এই বুকে।
১২. আমি অবাধে,
মানি নাকো নিয়ম শৃঙ্খল বদ্ধতা,
শুনি নাতো ভয়ের আভা, ভয়ান্নে
বেঁধে থাকার আবেশে,
যাই যথা তথায় মনের মত করে
ঝড় তুফান উপেক্ষা করে,
সুদূর সুরঙ্গে থাক না তাতে মরণের-
মরণ কামড় জ্বালাময়ে।
সদাক্ষণ সারাক্ষণ থাকি ভাবনায় মজে
দেখি স্বপ্ন আমার ভবিষৎ নিয়ে
কতদূর যেতে পারবো কতটা নিয়ে,
চোখ কান খুঁলে স্বরণে রাখি,
ভঙ্গুর কাল যেন আমায় ভাঙ্গতে না পারে,
পর্দার ওপারে রাখা মরিহে যেন
সারাজীবন জ্বলতে না হয় এই বুকে।
১২. আমি অবাধে,
মানি নাকো নিয়ম শৃঙ্খল বদ্ধতা,
শুনি নাতো ভয়ের আভা, ভয়ান্নে
বেঁধে থাকার আবেশে,
যাই যথা তথায় মনের মত করে
ঝড় তুফান উপেক্ষা করে,
সুদূর সুরঙ্গে থাক না তাতে মরণের-
মরণ কামড় জ্বালাময়ে।
একটি মন্তব্য পোস্ট করুন