আমি চঞ্চল,
জীবনানন্দের কবিতার সব ক’টা লাইন
জুড়ে আমি বনলতা সেনের প্রেমী,
রক্ত চক্ষুর ফোয়ারে দেখা বন্ধন কঠিনিয়ার-
নিগাঢ়ে এক শ্যামল তরুলতা,
ছড়িয়ে দিয়েছি আমায় হাসিমাখা জীবনের
সাথে আলিঙ্গনের সুখে
আমৃত্যু দশার মরণ কামড়ে।
১৪. আমি মানুষের রক্তে,
মানবের সাথে মনুষত্বের দুয়ারে মেলানো
এক খন্ড মাটি দিয়ে গড়া রক্তের
পরিচয়ে স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি,
নইতো অমঙ্গলে আশে পথ চলার দায়ে
বিমুখী হয়ে কারো ক্ষতি করার তুখোড় প্রণয়ে-
বেঁচে থাকার অদম্য সাহস নিয়ে
ব্যর্থ ভাবে অবশেষে পরিপাটি।
১৫. আমি হিম্মতে,
তিন কোটি বছর ধরে জেগে আছি,
কালে কালে লোহার জুতো পড়ে ঘুরে বেড়াই
সত্য সাহসের আলো নিয়ে,
দেখাতে চাই সোজা পথের পথেই
শুধু আমরা মানব থাকতে এসেছি,
কোন বিপথে যাওয়া আমাদের কাম্য নয়,
এ আমার নয় শুধু কথা।
জীবনানন্দের কবিতার সব ক’টা লাইন
জুড়ে আমি বনলতা সেনের প্রেমী,
রক্ত চক্ষুর ফোয়ারে দেখা বন্ধন কঠিনিয়ার-
নিগাঢ়ে এক শ্যামল তরুলতা,
ছড়িয়ে দিয়েছি আমায় হাসিমাখা জীবনের
সাথে আলিঙ্গনের সুখে
আমৃত্যু দশার মরণ কামড়ে।
১৪. আমি মানুষের রক্তে,
মানবের সাথে মনুষত্বের দুয়ারে মেলানো
এক খন্ড মাটি দিয়ে গড়া রক্তের
পরিচয়ে স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি,
নইতো অমঙ্গলে আশে পথ চলার দায়ে
বিমুখী হয়ে কারো ক্ষতি করার তুখোড় প্রণয়ে-
বেঁচে থাকার অদম্য সাহস নিয়ে
ব্যর্থ ভাবে অবশেষে পরিপাটি।
১৫. আমি হিম্মতে,
তিন কোটি বছর ধরে জেগে আছি,
কালে কালে লোহার জুতো পড়ে ঘুরে বেড়াই
সত্য সাহসের আলো নিয়ে,
দেখাতে চাই সোজা পথের পথেই
শুধু আমরা মানব থাকতে এসেছি,
কোন বিপথে যাওয়া আমাদের কাম্য নয়,
এ আমার নয় শুধু কথা।
একটি মন্তব্য পোস্ট করুন