আমি এলোমেলো,
এই জগত সংসারের পয়ারে,
ঘাসের বুকে কিংবা তরুছায়ায়,
যেখানে শ্যামল বরণ জাগরুক।
তবুও চলিনা স্বাভাবিকের গোড়ে,
মনে হয় ওখানে কিছূ নেই,
সকল পাওয়া যেন এলোমেলোতেই
আমার জন্য হাত ইশারায় ডাকে।
৮. আমি আলোকিত,
চির কথামালায় আঁকি আলোর গল্প,
ছুঁয়ে দেই ভুবনের আলোক সজ্জা,
ছুটে চলে তা দিক থেকে দিগন্তে।
যাই না কালোর কাছে ভয়ে,
অভয়ে মরার দারুন আশায়
কতটুকু আবেশে থাকবো ?
হবে কী আমার ঘর আলোকময় ?
৯. আমি যৌবনে,
পেরিয়ে এসেছি অবুঝ মানবের কাল,
ছুঁয়ে দেখা তরুরাজি আমায় জীবনের গল্প শোনায়,
বলে ইহাই সেরার সেরা কাল।
জানতাম সেরা, জানি সেরা তাই এই আবেশে
থাকতে চাই যুগের সাথে,
আমরণের বুকে দীর্ঘায়ু কামনায়
ফূল পাপড়ির কথা মালায় অনন্ত অসীমে।
এই জগত সংসারের পয়ারে,
ঘাসের বুকে কিংবা তরুছায়ায়,
যেখানে শ্যামল বরণ জাগরুক।
তবুও চলিনা স্বাভাবিকের গোড়ে,
মনে হয় ওখানে কিছূ নেই,
সকল পাওয়া যেন এলোমেলোতেই
আমার জন্য হাত ইশারায় ডাকে।
৮. আমি আলোকিত,
চির কথামালায় আঁকি আলোর গল্প,
ছুঁয়ে দেই ভুবনের আলোক সজ্জা,
ছুটে চলে তা দিক থেকে দিগন্তে।
যাই না কালোর কাছে ভয়ে,
অভয়ে মরার দারুন আশায়
কতটুকু আবেশে থাকবো ?
হবে কী আমার ঘর আলোকময় ?
৯. আমি যৌবনে,
পেরিয়ে এসেছি অবুঝ মানবের কাল,
ছুঁয়ে দেখা তরুরাজি আমায় জীবনের গল্প শোনায়,
বলে ইহাই সেরার সেরা কাল।
জানতাম সেরা, জানি সেরা তাই এই আবেশে
থাকতে চাই যুগের সাথে,
আমরণের বুকে দীর্ঘায়ু কামনায়
ফূল পাপড়ির কথা মালায় অনন্ত অসীমে।
একটি মন্তব্য পোস্ট করুন