আমি এবং আমি ।। Ami Abong Ami ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। ষষ্ট পার্ট

কবিওকবিতা
আমি জাগ্রত,
ঘুমানো বেলা আর তো নেই, সময় যে ফুরিয়ে যায়
সময়ের দড়ি টেনে ধরা আর নয়,
কখনো ছিল না, থাকবে না,
কিছু রোজগার করি, ভরানো চাই থলে,
ভালো থাকার ছলে, স্রষ্টার সন্তুষ্টি,
ঘুমাতে গেলেই সকল পাওয়া মিছে হতে পারে,
আর পাবো না সময়।

১৭. আমি দূর্মর,
কতবার তো মরিলাম, আমরণের গোড়ে
কেউ আমায় সত্যিকারে মারতে পাওে না,
বারে বারে ফিরে আসি এই বাংলায়,
এই বাংলার পথে ঘাটের প্রতিটি বালুকণায়,
জল তরঙ্গে মিশে আছি আমি হাজার বছর ধরে,
আরও থাকতে চাই, কেউ আমায় পর করো না,
দোহাই আমার এই কথা রাখো।

১৮. আমি মুক্ত,
ফিঙ্গে মাতন দোলায় আমি ঐরাবতের বুকে
ভর করে চলে যাই অজানার দেশে,
আমায় ফেরায় কে ?
আমি মানি না কো কোন বাধা
কোন বদ্ধতার ক্ষুদ্রতম আবেশ,
যেতে থাকি সামনের দিকে, তাঁকাই না তো পেছনে,
হোকনা তা আমারি আপনের আপন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget