কখনো ভেবে দেখিনি আমি,
কোথায় সেই সীমান্ত পথ
যেখায় বসিয়া আছে আমার নীল নয়না,
যেখায় বসিয়া আছে আমার নীল নয়না,
আর কাঁদছে মারিয়ে বিরহ রথ।
তুমি কোথায়? কোন ভাঙা বসতে
তুমি কোথায়? কোন ভাঙা বসতে
আসন বেঁধে রহিছো বসে ?
আমায় ডাকো হাত ইশারায়
আমায় ডাকো হাত ইশারায়
বাঁধো তোমার মন কুঞ্জ স্পর্শে।
আমি দেখিনা চাহিয়া এ ভুবন,
আমি দেখিনা চাহিয়া এ ভুবন,
কিবা আছে তাহায় কিশের বন্ধন ?
আমি মগ্ন চেতনার আভাসে
অপেক্ষায় প্রহর গুনিতে ব্যাস্ত ।
তাহার ফাগুনের আশায় আশায়
আমার জীবনে সর্বদাই বর্ষার
তাহার ফাগুনের আশায় আশায়
আমার জীবনে সর্বদাই বর্ষার
অকূলান যন্ত্রনা আবদ্ধ,
তুমি এসো দেখো চাহিয়া দৃষ্টিতে
কি সাগরের স্রোত বহমানে গতিমান।
তোমার আউলা চুলের দখিনা বাতাস
তোমার আউলা চুলের দখিনা বাতাস
আমার অঙ্গে মেখে দাও,
আমি মুছিতে চাই দুঃখগুলো।
আমি তোমায় প্রতিদিন সকালে
আমি তোমায় প্রতিদিন সকালে
একটি মৌনতা মাখা ফুল দিব,
নয়তো ফুলের বাগান দিব,
যেখানে তুমি সৌরভে ঘুমাবে
আমি হবো তোমার প্রেমের বনমালী।
তারিখ ও সময়:- ২৯-০৩-২০০৬, ১৪/১৫
আমি হবো তোমার প্রেমের বনমালী।
তারিখ ও সময়:- ২৯-০৩-২০০৬, ১৪/১৫
একটি মন্তব্য পোস্ট করুন