স্বপ্ন আমার চোখের মাল্যতান কামিনী
দপ্ত বালুর উপর পড়া ঝিলিমিল ছায়ায়,
মজি মায়ায় রোদন দমতার দামিনী ফনা
থাকে যে বঙ্গের মহিলাল
কুমারী নারীর সঙ্গ বাহু মধ্যে দোলনায়
আমার অধরার পিনায় দোলনা, বাঙ্গালির-
স্বরলিপির আবেগে জড়ানো আলিঙ্গনে-
উজাটন, আপনার সকলই বন্ধু ভাবনা-
বঙ্গেতে নামিবে সাম্য উন্নতশীল সমাহার,
পান্থবনার দুয়ার জীবন জীবনকায়
সেতো আমার বাংলার রুপ তরু গাঁথায় জন্মায়।
২৬
মন করে আঞ্চান কূয়েলিয়ার রৌদ্র ফনায়
কাঁঠাল আমের সুমধুর স্নান, ঘ্নানের,
বাতাবী লেবুর মেহতানে স্বাবলিল মাতোয়ালি,
সেতো মোর বাংলার নিত্য মাদুলি,
মনের ভাবান্তে কইবো কথা স্বাধীন
“মা” মোর বঙ্গ কামি সত্যে সত্যে
মন হয় উজাটন বাঁশরী বেলার গানে
জারি সারি গানে ভাটির টান পরাণে
বাজে সর্বাঙ্গে বাংলার গন্ধ তাবেরায়
তিলত্বোমা দুয়ারে শানকি পাতা মহুয়ায়।
২৭
আছে অধিকারে রক্তাক্ত বাঙালির মাতৃভাষা
শ্রেষ্ঠ ফানুষের শ্রেষ্ঠ চাহিদার দাম,
মুক্ত কাওয়ালির ভাব ভঙ্গিমার রেখা,
তাহারি মধুর সাম্য কিঞ্চিত দর্পন,
ভাললাগার আবেশে তন্দ্রাপুরীর খেয়ালী নোঙ্গর,
আছে যৌবন যার তাহারি হিমাদ্রী তল
ডাকি মাগো তব মুখ কায়ায়-
সমীরণ বাওয়া চিরদিন চিরবেলার রুপকা,
আছে জাগরণ জাগ্রত তনুর ফূলিতা
মনের ভাবানে- যোগল কথার চিত্য বিচালি
বঙ্গবনা সাম্যমনার দুয়ারে ঝিল জলা।
একটি মন্তব্য পোস্ট করুন