আলো আঁধারে ।। Alo Adhare ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। দশম পার্ট

আলো আঁধারে
নদীর কূলে বসি মহাযুগের পাতা উল্টায়ে
বৃন্দাবনের দামিনী দৌড়ায় রুদ্ধ পশলায়ে,
দেখিনা তাই কাননের কলি মায়া-
উঠিলোকি উজাটন বক্ষের দ্বারে, ছোঁয়ে কায়া ?
সময় নেই চলি তবে যথা পাই তথা
আত্মার শামে দোলহান দিব্য, সুখের গাঁথা
আমি আমারি শত যুগের পর অন্যথায়
ধূসর মেঘের আঁচলে মরা যৌবন যেথায়
দেখিনা শান্তির নিশানা উপুড় বায়ে পায়।
২৯
ভালবাসার কবিতাগুলো ভালবাসার জন্য আসে-
রক্তের রন্দ্র থেকে একাকারে মিশে মিশে
জানেনা তারা অন্যমুখি ঢের
স্বার্থবাঁধি কামনায় ভুলি কমল নেয় না অর্থকরি ফের-
জনম থাকে তাহার রুপকার রুপায়নে
বাসনি- ফুলের চারিধারে মর্মে গাঁথা লাল পিরানে।
যতদূর যাই দেখি আর্বে দু-জনার নিপানা
গর্জে বর্ষে ফুল মৌনতার ফাগুন মন্ত্রনা
সুখের সন্ধানে পিয়ানার প্রেম মনা।
৩০
বলিনি কভু আমায় মনে রাখো প্রিয়তমা
বাঁশরি করিয়া বৃথাই পালঙ্কে অঙ্গহানি কুমা,
জাত জুলুমাতে ফিঙ্গের ঢালে
পূজন কপলে চন্দ্রিমার তীলক ঢেলে,
বলিনি এই মঞ্চে তোমার কাঙ্খিতা-
তোমায় করিলো জোর ক্রন্দনের বাসুমতা,
শুধু কহি দেখিয়াছিলেম চেতনার পালে
আত্মায় পুষি তাই কি যেন কোন আরালে-
স্বপ্ন সাধের উলঙ্গ মন মাতালে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget