ঘুমিয়ে আছে অজানায়
তাহার আপন বিরম্বনায়
পেঁচার বুলি আওয়ারে
তারারার গহিন মহিস্ব দ্বারে-
অদিব্য নমুনায়
অহেরি পালঙ্ক যমুনায়,
অসূভন পিঞ্জর গাঁথা মালায়
দেখা অদেখার মহনায়,
নিথর কূয়েলিয়া মঞ্জুরি পিয়াসে
অর্ধমরণের যাচিত পিশে ।
২
ঝিলিমিলি বুকের সাথে বসা
সারা রজনীর আঁধার নেশা,
খর্গজে আকাশ পাতাল
ভূমিতে নিথর কূহেলী পাল-
আপনার কাছে নুইয়ে পড়ে
সামান্য অন্ন জলের তীরে।
যদি মিটিতো পিপাসা
আওরঙ্গ তানপুরার দশা
গীতিগানের সুরারোপে
বেহলা বিহঙ্গো রূপে ।
৩
ছুটিলো তাসের বারাম পথ
অপথের দোসর রথ
কাঞ্চলবালা হুশিয়ারে
কোনদিন যখন যেভাবে ঘরে-
অচেনা গায়ের পরে
দহন লেলিহান তামাশার দূরে
জলমাতে জলস্নানের কথা
হুরিয়া পড়ে মেঘ দলে ব্যাথা-
সে কথা মনে রহে
চুপি চুপি আপনারে কহে।
একটি মন্তব্য পোস্ট করুন