আলো আঁধারে ।। Alo Adhare ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। সপ্তম পার্ট

যাও পাখি অবহেলার পাখনা উজ্জ করে
আত্মনাদের দুয়ারে অনলে পোড়ে।
জমিন ছারখার পৃথিবীর দাউ দাউয়ে
পোড়ে হিঃসা পোড়ে হৃদয় হৃদয়ে,
তাঁকিওনা কভু আর পিছে মান্যতায়
তাও আর থাকিবেনা চিহ্ন জন্ম হায়।
স্বপ্নের ধূলি রাঙা তন্দ্রার কাওয়ালি
যামিনী দূরে আলোক প্রভা র‌্যালি
গুপ্ত হতাশার বারামে চিত্য মরে দুলি।
                                                                      ২০   তারিখ ও সময়:- ০৭/০৩/২০১০,  ২২-০৫
থৈ থৈ যামিনী কূয়াশায় লুটেরা-
নিত্য পায়ে নাগরদোলা সাঙ্গ পোড়া
হুতুম পেঁচা ডাকে কূয়েলিয়া
রৌদ্র কিয়াণে মঞ্জুরি কাঁপে সাম্যতার হিয়া-
বাতায়ন তাসে কাফন পড়ানো তির্থে পয়া
ভোরের উঠোনে তাজা লাশের ছায়া।
মিশে গিয়াছে কামিনী নগ্নতার সীমায়
চুম্বন দেই ললাটে, তার গুপ্তনায়-
দিশা দিয়েছে যিনি ফানুষের রক্ততায়।
২১ 
দিনাপাতে মেহতান চোখের কামড়
চোখে ভাসে পুরীহা আকাশে জ্বলে দোসর !
মৃত্তিকার আঁকড়ে এই মেঘালয় বঙ্গ
বাঁধি লই বাতাসের চুম্বন কতনা রঙ্গ,
ছুটে চলা ঐ শ্যামল ছায়া নিবির-
পূলকিত শ্রাবণে হিন্দোল ঢাকা সুনিবির
ঝাপসা পিয়ানো রাগ লহরী কেকা বায়
মাঝি মাল্লার সুরে উজাটন মন বায়নায়,
স্বপ্ন দেখার সময় উহা, সুখের নেশায়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget