মানবাত্মা ।। Manobatta ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। তেরো পার্ট

মানবাত্মা কবিতা
ওরা থামেনা, অপ্রজ্জল রেখা ভাঙিয়া-
নিখিল অরণ্যপাতে যায় দিশা দিয়া,
ওরা কাঁদেনা কান্না, কাঙ্খিত নহে,
ছুটে চলে দূর্মর জীবন- দ্রাহে,
নেইতো ক্লানি- হতাশার অবলিলা
তৃর্ষ্ণায় দেয় জল অন্তরঙ্গ খেলা,
ওরা তবুও মানব, বিজলী স্বপ্নে
সংসার আছে প্রেমাত্ব চুম্বনে
ওরা তারুণ্য অভয়ে প্রলয় শিখা
ওরা জাতির কর্ণধার স্বর্নশিখরে লেখা।
৩৮
মরিয়া গিয়াছে দেহের অন্তর পিলা
থর থর বুক কাঁপে কফিনে খেলা
কে নিবে লও তাহারে তুলিয়া ?
কেউ নেই দেখি যেন থাকে পড়িয়া,
মানুষ সেতো, পশু নহে, সৃষ্টি ভোলা
পথে পড়ে লাশ তাহার এই কালবেলা ?
দাবী নেই জঞ্জাল তবে কি তিনি ?
মরিতে হবে সবের কভু বুঝিনি
নিস্ফল নিয়াময় মায়া মুখখানি
ওপারেতে যাবে তিনি কেউ শোনেনি।
৩৯
রক্ত চোষা পাষাণ বেদি নর হত্যাকাল
মারবোরে হায় এক গুসিকিল বুঝিবি অনন্তকাল,
আমরা জাতি, নই বিজাতি থাকিবো নত শিরে ?
উত্তাল মোরা রক্ত তেজী ধরনীর বুক জুড়ে,
আমরাতো রাজসিংহাসনে গুপ্ত পাথারে
অপরাধ যাহার ধ্বংস তারই, মারিবো পোড়ে
শান্তি বিনা নেইতো চাওয়া, কলঙ্ক নয় হায়
ছুঁড়ে ফেলি গহিন বনে জীর্ন চুল্লির পায়,
সমাজ সাথে আমরা একই পথে
দুঃখসুখে বিবেধ হীনা বাঁচিতে চাই সাথে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget