শ্যামল বাংলা ।। Shamol Bangla ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। অষ্টম পার্ট

বাংলার মাঠে ধান কাটা সময়ের দুপুর
অপেক্ষার মাদুলিতে তীরমাখা সফেতায়, 
কৃষক কাঁধে লইছে ধানের গাটি মহরা
গরু মহিষের দামারু ছলতা বাও, 
ঘরে বাহিরে তোমার আমার দুনিয়া
দেখা ভোরে বাংলাদেশের রুপমায়া, 
ধেয়ে আসে পালকির ভিতর নবান্ন রুপ
গাংচিলের পায়ে ধরা ছোট্ট বাচ্চার চিৎকার
ফোটা জলের পালকে পড়া মধুর ভেজা রুপ
ছবি মনা সঙ্গিতির চেহারা
যামিনী রুপের বালুকায় শ্যামল বাংলা
২৩
কি মোহনিয় রুপে তোমার আপেয় বর্তিতা
কেশর কালো সবিতার ফুলতি- 
আসমান কিংবা আবেশে যথা ভিত্তিকা,
পৃথিবীর দুয়ারে তুমি ফলাকার বাওয়া
নিঃশ্বাসে তুমি কম্পনের অবেরা নাওয়ালি,
যেন দোলাকার সুখের নিদ্রায় নমিতা
তোমায় রাখি স্বরণে অবেশে প্রকৃতির  চুঁমে
লহতান গাঁথা সাম্যে অদূর দূরাগায়,
কখনো হিমাদ্রী কিংবা নির্ভিতে,
আমি তাঁকিয়ে তোমারি বিশাল পাতায়
আমায় রাখিলেজন্মতার সমীরণে
২৪
আমার বাহুতে নামে বালুকার রসানী
ললাটে তাহার প্রেখম মধ্যে মর্মিতার রেখা,
চলে যাই ঘুম পাড়ানোর শহরে-
যথাই পাই বঙ্গিতির বিশালতা নাও,
দেখা হয় চোখালি মধ্যে ছায়া
 নেমে আসে পৃথিবীতে শান্তির পয়রা,
যামিনীর বুকে আলোর ইশারা,
আমি কহি তুমি মোর আত্ম মনিহার
থাকো যুগে যুগে ভালবাসার টানে-
হৃদয়ে জনমবার রক্তের ফানুকায়
মৃত্তিকার কত না মায়া মল্লিকার বিছানায়

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget