আলো আঁধারে ।। Alo Adhare ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। অষ্টম পার্ট

আলো আঁধারে
নারী তোমাদের তরে খেয়া পালকি
নছিবের দুয়ারে হানে পৃথিবীর শানকি,
খুঁলিয়া দেখো তাহা? পাবে অমূল্য রতন
জামিন নামার শানে রত্ন পাথু চুম্বন।
দিল রাগ লহরী ধুমকেতুর পায়ে নূপুর জোড়া
চৌধারে তোমার সম্মানে অতল পয়রা,
ভাললাগার দেয়ালে তাম্মলিপির চেহারা
লুকিয়ে রেখ জন্মান্তরে পাবে মান মনিরা,
জপমালার জাতি উচ্চে, শুধু তোমরা।
২৩
বারেবারে বাঁধা পড়ি পয়রার নিগাঢ়ে
বিকুন্ঠ কাননে দেখি খেলা ঘর মুছড়ে,
বাতিখানি নিভিয়া সাম্য ভৌমিক নিপাতে
দেখিনা সম্ভল আমার ছিল রক্তের সাথে।
নজর চলে যায় নজরানায় দোলনার নিচে
কাফনে ধরা কুৎসিত মনিকা কী কভু বাঁচে?
যেতে হবে ফেরা নেই, কে ঠেকায়?
রোদন খেলার সামিয়ানা উড়ে নগ্নতার গায়,
থেকে যেতে কাঁদিয়া উঠে প্রাণ অসহায়।
২৪
শক্ত করে ধরো মোরে যে না পড়ে যাই
আঘাত কেমন? বুঝিনি হায় তবুও যেতে যথাই
ডাক পড়েছে ইশারা করেছে এখন যাবার বেলা
হিন্দোল বনে পাষাণ পিরাহা যৌবনে লাগে ফলা,
আশা নেই চলিয়া ওপার দেহ ফেলিয়া
সাক্ষী হাজির নজরানা বায় জীবন আবার জাগিয়া,
কে জাগায় কে সম্মুখে উন্নত শির মনি?
দুনিয়া কোথায় কোন সে নাটায় বহুরুপি গ্লানি?
সমেহার সত্য আজি তাহা রপ্ত অনন্ত বাণী।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget