আলো আঁধারে ।। Alo Adhare ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। তৃতীয় পার্ট

আলো আঁধারে
একদিন বুঝিনি আর খুঁজিয়া তাহারে পাইনি
এই আলো আধাঁরে, রিক্ত পোড়ানি-
হুতভোগের যথাই হতাশা,
ছড়িয়ে যায় আত্মার সনে নিরাশা।
ঘাস ফুলের সাথে মিলে না বন্ধন
যথাকার তথায় ভাবি মরণে চুম্বন
যাই আঁধারের নেশা ফুল ঝরা-
মরা মাঠে চর নামে সন্ধা কূলের পাড়া
ভেসে আসে প্রতিচ্ছবি মরু সাহারা।   
  তারিখ ও সময়:- ০৭/০৩/২০১০,  ২২-০৫
পাঁড়ে ওপার ধারা সঙ্গ যামিনী
আঁধারে মরণ নেশার দামিনী
আকাশে বাতাসে উঠে উত্তাল পশরা
কূলে একা পারাপার পাহারা,
নেই কেহ আত্মার দেহ কূল কিনারা
বাঁধনে চুম্বন প্রতিহিঃসার পয়রা-
মানুষে মানুষ নেই সেই কাল ফলিতা
কাফনে দাফন হয় রুদ্ধ সবিতা
আঁধারে যাওয়া তাই মর্মিতা।
হায় কেন হয় আশার দিশারী বাওয়া
পথিকের দুয়ারে চেতনাহীন ধাওয়া,
মরে মর দিনাপাত লহরী
ডাক পড়েছে ডাক দিয়েছে উচ্চ আসনে বাড়ি
যেতে হবে যাওয়া চাই অহেরি নহে
ব্যাদন সৃজন মনা আত্মার দোসর কহে,
সকল ফেলি যায় অনন্ত কামনায়
পাপড়ির কোলে যথা ফুল কলি লুটায়
অনন্ত চাওয়া ফিরে না পাওয়া, পূর্বাহ সায়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget