ও মেয়ে ও সুন্দর
আগুনেরও গড়ন যে তোর
সব কিছু যে পোড়ে মারো
পোড়াওনি তো আমার অন্তর
প্রেমে পড়ব তোর প্রেমে, পুড়বো না প্রেম দহনে
আমার ক্ষতি চাইলে কভু তোমার ক্ষতি জীবনে(২)
শুকতাঁরা সুখের খুঁজে
মন খুঁজে মন মনের মাঝে
দিবারাতি তোমার স্বপন
সত্যি হবে প্রেমী তুমি নিজে
আমার মনে ভাঙ্গন দিলে, মারবো রক্ত ক্ষরণে
আমার ক্ষতি চাইলে কভু তোমার ক্ষতি জীবনে(২)
দেখিনি তো দেখলাম তোরে
চোখ সরেনা নজর ফেলে
আমার কাছে চাইলাম তোরে
কেমনে তোরে যাবো ফেলে
আকাশ বাতাস দেখলো তোরে স্বপ্ন সন্ধিক্ষনে
আমার ক্ষতি চাইলে কভু তোমার ক্ষতি জীবনে(২)
একটি মন্তব্য পোস্ট করুন