কবিতায় কবি শব্দার্থে রং
অমূল্যে থাকিলো, হবে কিনা ঢং ?
বলিলো একটিবার সুযোগ চাহি
কাব্য আপনার প্রচারে মহি,
নাইবা দিলে নতুনদের স'ান করিয়া ?
সাহিত্যের জয় কেমনে হয় মরিয়া ?
মনোবল বুনি একটিবার হবেই জয়
নাইবা থাকিলুম এ ধরায়, তথাপি ক্ষয়
বুঝিবে সত্যি, এ চক্ষু দেখিবেনা তাহা
আপনা কবি মহাবর্ষে দর্শন স্পিহা।
২৬
দাও সামান্য অন্ন, আজি আপনারে
তৃষ্ণার্ত বুকে হাহাকার চুল্লি নড়ে,
কাঁপে হৃদয়, জীবন প্রনালী আবেশে
হাঁটিবো কত আর কোন আশে।
জুড়িয়া লই উদরখানি সিক্ততায়
বহু যুগলে শক্তিমর্ত্য দুনিয়ায়,
স্বপ্ন পূজারে হিমাদ্রী তাল বাওয়া
যাবোনা যেন অরুপ কাঠিতে ধাওয়া,
শুধু খেতে চাই আর নাহী চাহিলেম
ধরনী মোরে ক্ষমিও যাহাই পেলেম।
২৭
সর্বাদেহ রক্তাক্ত জামায় জড়ানো
লেলিহান বাসর শয্যায় বধুয়া তখনো,
ছিলনা কথা, এ কেমন মধুরতা,
লাশে হই আলিঙ্গন তথা।
মিটেনি আশা ভাঙ্গিলো বাসা
আসিলো ধেয়ে পাষাণপুরী নেশা,
মুছে গিয়াছে আলতা চুড়ি ফিতা
কয়নি কথা মুড়ালী দুঃখব্যাথা,
মরণি দর্শে ততোকি বর্ষে আর ?
আসিলো কি সেই বাসর মুছিতে রক্ত পাহাড়।
একটি মন্তব্য পোস্ট করুন