দেখেছি যে তোরে আজ এই রোদেলা জমিনে
বুঝেছি যে তোরে, একটু সময়ে, একটু কথার অগোছালো ভাষার সন্ধানে ।
ওই চোখে, ওই মুখের মায়ায় পড়েছি
বুঝতে পারছি না তোরে কি মেয়ে ভালবেসেছি?(২)
চাও ফিরে চাও বারেবারে চাও
দখিনের জানালা হয়ে উঁকি দাও
আমি দাঁড়িয়ে আছি, তবু আছি, কেন আছি
অনেকটা সময় পেরিয়ে গেল, ওই হাতটা বাড়াও ।
ওই চোখে, ওই মুখের মায়ায় পড়েছি
বুঝতে পারছি না তোরে কি মেয়ে ভালবেসেছি?(২)
জানি না সাড়া দিবে কি তুমি এই মেয়ে
বিকেলটা কি তবে বৃথাই যাবে দুঃখটা রবে এই হৃদয়ে
আমি পুড়তে চাইনা, কাছে নাও না,নেবে কি না
আহত করো না হৃদয়টা, ভালবাসার এই সময়ে।
ওই চোখে, ওই মুখের মায়ায় পড়েছি
বুঝতে পারছি না তোরে কি মেয়ে ভালবেসেছি?(২)
একটি মন্তব্য পোস্ট করুন