আলো আঁধারে ।। Alo Adhare ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। প্রথম পার্ট

পিপাসার বুকে মোরা সাম্যবাদি,
দাসত্ব ত্যাগি জুলুমাতে রাখি ব্যাধি
চির উজ্জিবিত কামারু তীর ঘেসা কিনারে-
বসাই রসের রসবোধ জীবনের দুয়ারে
ললাটে আঁকি চিরবেনা সংগ্রামি নিশানা
দৌড়ে ছুটি হামাগুড়ি রক্তাক্ত মহনা,
হাজার বৎসরের পরাধীনতা দূর
যাব যেন যাব আজি মুক্ত মধুপুর,
রিক্ত উপুরে আলোক মাঠের সীমানা যতদূর।
                                                                        ২    তারিখ ও সময়:- ০৭/০৩/২০১০,  ১৫-৫৬
রজনী পোহায় কবরের দুয়ারে এসে
ত্রিশ কদম পায়ে হেঁটে মিশে
চারিধারে পানিয় আবেশে উতালা প্রাণ
দাও হে ! সামান্য দোস্তানির ঘ্রান,
এঁকে দিব হায় পরাণ বুঝি যায় লুটায়ে
হিমলতার দুয়ারে পিপাসার বুক ছোঁয়ে।
আসেনা কুসুম কমল জল
আঁধারের বেলা মেঘালয় মেলা কৃষ্ণপল
ছলতার রামঝুরি মিলে না হিন্দোল।
যাই আমার ঘরে আমার সাথে-
বেদূইন কিংবা মিলন আজ্ঞের তীর্থে,
বাতাসের বাহুবিরামে হিসেবের খাতায়-
ফেলে রাখা বেখেয়ালি পথের হিঃসায়
দুনিয়ার থেকে পরমগ্নের সোয়ারে-
হিম্মতের দূরে স্রষ্টার সম্মুখধারে।
দেবার সময়ে অসময়ের দেনাপাওনা
রিক্ত কিংবা ভরাটের ভাগ্য বনা,
পরপারে জিন্দা চেতনে প্রাণের পরোয়ানা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget