মানবাত্মা ।। Manobatta ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। একাদশ পার্ট

মানবাত্মা কবিতা
এসেছিল কবে গহন? অরন্য পথে-
মাংস চুম্বনে দিল ছোঁয়া কোন  রথে ?
কোথায় পালালো সেই ভর্সনা ?
দেখিনি মজিনি কি তবে পাওনা ?
মনে রাখিনি কি হয়েছে মোর ?
আকাশ পাতালে পেয়েছি খুন পাথর,
আর জাগেনি আরতো বলেনি কথা
লাশ কিনা দাহন ঝিলের ব্যাথা.
উপুরে মরিলো মরিচিকা বায়
তাচ্ছ্যিলতা বুকে বহে বাসুমায়।
৩২
মরে যায়নি তিনি কখনো নহে
মানবের মাঝে যেন বাঁচিবার চাহে,
উদয়াস্ত- নিবির ছায়া অরণ্যে-
থাকিবে জাগিয়া হাসি খেলার জন্যে
কার্তিকের ঘাস কখনো বা হয়
গাংচিলের মাছ ধরা প্রনয়
মাঝি মাল্লার পথের পড়ে রাখালী বেশে
নতুবা মেঘ রৌদ্দুর ধারা আবেশে,
বাঁচিবারে কর্মে ধরন বেলার সাথে
শ্যামল মায়া তারুণ্যপাত জোছনা রাতে।
৩৩
তাহার সংসার পুত্র কন্যা বধুয়া স্বজন আবেশে
পরহেরি আত্নার সাথে পাশে
ওখানে মায়াছায়া ভালবাসার গীত
দেনাপাওনার কাছে হেরেছে অতীত,
ব্যাদনা সাথী সিক্ত ভেজার মায়া
শান্তির দুয়ারে উজ্জল ছায়া,
ভুলেনা, ভুলিতে থাকা দায়
ধরনীতল হিমেল মাখা সঙ্গতায়,
উহাতেই শেষ স্বপ্ন বুনিবার সাধ
যুগান্তর পথে নক্ষত্র বাওয়া প্রভাত।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget