মানবাত্মা ।। Manobatta ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। সপ্তম পার্ট

মানবাত্মা ।। Manobatta
ধরো এই হাত ওগো ললনা
পড়েছি যে পাথারে ভর্সনা
তোমারেই খুঁজিতে এলুম
অপরাহ্নে পিঞ্জর দলে পাইলুম,
আর যেওনা কো রাখিয়া আপনারে
অপর বেলায় কালবেলার তীরে
বাঁধো যতনে আত্ম চুঁমায়
স্বর্নালী মধুর আবছায়ায়,
যৌবন বাঁধানো নন্দিনী হিয়ায়
উত্তাল ঘর্ষণ খেয়ালী মায়ায়।
২০
ফুরালো জল পাঞ্জেরী গাঁথামালা
সাঁজন চুলচে অধির বেলা,
বনিবনা তাহাকি সাঙ্গ খেলা ?
হোঁচট জলে তরঙ্গ ভেলা।
সেই দিন আরতো সঙ্গেতে নাহী
মাধুরী পূর্ণতায়, পালিয়েছে কহি
নর নারী মিলন পূজারী কাল
রঙ্গেতে নাহী সেকেলের পাল,
শুধু থাকিলো মানবাত্নার চুয়ালী
অবাসর দোলে খাঁ খাঁ চৈতালী।
২১
থেমে গিয়াছে আপনার দোস্তানী
ধরনীর পথে বাঁচিবার আশা ম্লানী
থুবরে খায় রক্তমাংস দেহ
তিনিতো মানবাত্নার কেহ,
নিখিল ধারায় উহাই দেনাপাওনা
মানবে মানবের মুষ্টি চেতনা
খুন হয় রক্তাক্ত করে
স্বার্থ বড়, ভাইবেরাদর দূরে
সর্বদা আপনাতে মহিস্ব পাল
দুনিয়ায় বুকে তিনি শ্রেষ্ঠ দামাল।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget