কবর । Kobor । The Grave । বাংলা কবিতা


আমি কাপড় গায়ে জড়িয়ে শুয়ে আছি
আকাশে মেঘের গণঘটা, ক্ষণে ক্ষণে বিদুৎ চমকাচ্ছে
চারপাশে অন্ধকার, কোথাও কোন মানুষের সুর নেই
যতদূর ভাবনা করছি, সবই তার ভয়ে ভরা
ভাবছি, বর্ষাকালে এমন মেঘালয় হয়েই থাকে
কিন' আজকের মেঘালয়টা মেঘে ভরা আকাশ নয়
ছয় দেয়ালে মাঝে কাপুনি হচ্ছে
আমি জানালা খুঁজে পাচ্ছি না।
গায়ের কাপড় ঠান্ডা হয়ে যাচ্ছে
কাকে ডাকবো ! কেউ কাছে নেই,
 ডাকলেও কেউ আসছে না।
বুঝতে পারলাম আমার পা বেয়ে বেয়ে ক’টা পিঁপড়া উঠছে
পিঁপড়াগুলো নাকের ভিতরে যাচ্ছে।
আমি হাত দিয়ে সরাতে চেষ্টা করছি, পারছি না।
আমার হাত কোথায়  গেল ! কিছুক্ষণ আগেও তো দেখলাম
এ কি ! পা আবার কোথায় গেল !
আমি পিঁপড়ার চিন্তা বাদ দিয়ে হাত ও পা নিয়ে ভাবনায় পড়ে গেলাম।
এখন কী দিয়ে কাজ করব !
যাই একটু ওঠে বসি, শরীরটা ম্যাজ ম্যাজ করছে।
এ কি ! কাপড় দিয়ে আমার মাথা ও পা কে বেঁধে দিল !
এখন কী করি, এক হাত দিয়ে কী খোলা সম্ভব !
অনেক কষ্টে খুঁলতেই দেখি ইয়া বড় অনেকগুলো সাপ হা করে আছে,
আমি ভয়ে মাকে ডাকছি, মা মা মা ?
মা নেই। আমার মা ডাক আমার কাছেই ফিরে আসছে।


                 সাইফুল ইসলাম
                ঘাটাইল, টাঙ্গাইল
                ০১৭১৫-৭৯৩৫৭০

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget