ডান হাতের আঙ্গুলগুলো
আজ ১৬ই ডিসেম্বর,
একটা যন্ত্রনার কাল পেরিয়ে আলোর ইশারা।
গতকাল কী ছিল তা মনে করে দুঃখ পেতে চাই না,
শুধু বলতে চাই তাঁদেরকে তুই নাম ধরে ডেকে,
এই কুত্তা ও শুয়রের দল ? তোরা আজ ঘরের বাহিরে যাস না,
মুক্তিযোদ্ধাদের সামনে পড়লে কিন' ক্ষমা নেই।
তোরা তো মরবি ঠিকই,
তবে আজ কোন নতুন রক্তাক্তের কাহিনীতে নয়,
আজ বিজয়ের মিছিলে তোদের ছায়াও যেন না পড়ে।
যেতে চাইলে রাত বারোটার আগেই অনেক দূরে চলে যাস,
তোদের পদধ্বনি যেন যোদ্ধাদের কানে না আসে।
আজ মুক্তিকামি বাঙালিরা মা বোনের বিনিময়ে নতুন পাওয়ায় মজেছি,
কিন' ভুলিনি তোদের ডান হাতের আঙ্গুলগুলো,
যা দিয়ে দেখিয়ে দিয়েছিস,
ঐ বাড়িতে সুন্দুরি মা ও মেয়ে আছে,
চলেন হুজুর, খায়েশ মেটাবেন।
১১-১২-২০১১
কবি ও লেখক
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
আজ ১৬ই ডিসেম্বর,
একটা যন্ত্রনার কাল পেরিয়ে আলোর ইশারা।
গতকাল কী ছিল তা মনে করে দুঃখ পেতে চাই না,
শুধু বলতে চাই তাঁদেরকে তুই নাম ধরে ডেকে,
এই কুত্তা ও শুয়রের দল ? তোরা আজ ঘরের বাহিরে যাস না,
মুক্তিযোদ্ধাদের সামনে পড়লে কিন' ক্ষমা নেই।
তোরা তো মরবি ঠিকই,
তবে আজ কোন নতুন রক্তাক্তের কাহিনীতে নয়,
আজ বিজয়ের মিছিলে তোদের ছায়াও যেন না পড়ে।
যেতে চাইলে রাত বারোটার আগেই অনেক দূরে চলে যাস,
তোদের পদধ্বনি যেন যোদ্ধাদের কানে না আসে।
আজ মুক্তিকামি বাঙালিরা মা বোনের বিনিময়ে নতুন পাওয়ায় মজেছি,
কিন' ভুলিনি তোদের ডান হাতের আঙ্গুলগুলো,
যা দিয়ে দেখিয়ে দিয়েছিস,
ঐ বাড়িতে সুন্দুরি মা ও মেয়ে আছে,
চলেন হুজুর, খায়েশ মেটাবেন।
১১-১২-২০১১
কবি ও লেখক
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
একটি মন্তব্য পোস্ট করুন