আমরা মাটি। মাটির সকল গুণে গুণানিত-
স্রষ্টার তরে গোলাম আমরা।
কত দায়িত্ব আমাদের মাথায় !
তার আগে নিজেকে গড়া চাই,
তারপরেই না অন্যকে দিশা দেওয়া পালা।
আমরা জাতি হিসেবে বর্তমানে তা কি মানতেছি ?
নিজেই জানি না অথচ অন্যকে জানাতে যাই।
কি জানাতে চাই, এমন প্রশ্নে জবারে উত্তর হয়, সবই।
তাহলে আসুন মূল আলোচনায় যাই,
মানুষ মানুষের জন্য, ইহা ভূপেন দা বললেও
তা কিন্তু কালের কালে বহূ পূর্বেই উচ্চারণ হয়েছে।
আর তা যদি নাই হতো তবে মানুষকে স্রষ্টা সৃষ্টির সেরা
জীব হিসেবে চিহ্নিত করতেন না।
মাটির ধর্ম তো ঠিকই আছে
কিন্তু তার থেকে সৃষ্টি আমরা তো মাটির মত সত্য হতে পারিনি।
আমরা আমাদের রক্ত চোষে খাচ্ছি,
অনাহারি মানুষদেরকে আমরা ক’জন ছোট জাতের বলতেছি,
সেই ক’জনের সংখ্যা অবিরাম বাড়তেছে,
কিন্তু কেন ?
আমরা এখন মানুষের মধ্যে পড়িনা,
অন্যান্য সৃষ্টির সাথেও মিলতে পারি না,
তাঁরাও আমাদের কাছে আসে না,
আমাদের ব্যর্থ মানুষের মুখে
ঘৃনা আর থুঁ থুঁ দিয়ে যান।
১৬-১১-২০১১
কবি ও লেখক
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
একটি মন্তব্য পোস্ট করুন