বিজয়ের পতাকা, স্বাধীনতার পতাকা । Bijoyer Potaka, Shadinotar Potaka । The Victory Flag, The Flag of Independence । বাংলা কবিতা

বিজয়ের পতাকা, স্বাধীনতার পতাকা
ওটা কী উড়ে আকাশের বুক জুড়ে,
 ভূমি থেকে সামান্য ওপরে ?
আপনি ওটা উড়ার কারণ জানেন ?
কিছুদিন আগেও তো অমনভাবে উড়তে দেখিনি।
কী দুঃসাহস নিয়ে উড়ছে,
আর ওর বাতাসগুলো বাংলাদেশের সকল
আনাচে কানাচে মিশে যাচ্ছে।
কী সু-বাতাস ! যেন মায়ের বুকে
ছোট সন্তানরা মুক্ত মনে উল্লাসে মেতেছে।
এই বাতাসের মূল্য অনেক,
তা ছেলের পেটের দেড় কেজি কলিজার বিনিময়ে,
মা কিংবা বোন অথবা বউয়ের মান সম্মান হারানোর বদলে,
বউয়ের থেকে স্বামী কিংবা স্বামীর থেকে বউয়ের বন্ধন লুটে।
আপনি কথা বলতেছেন না কেন ?
আপনার মুখে আজ হাসি নেই কেন ?
মনে হচ্ছে আপনার পবিত্র মুখে কাক হাগু করে দিয়েছে,
এই নিন রুমাল, মুখটা মুছে নিন,
আসেন হাত তোলে ওকে একটা সম্মান জানাই।
ওটা বাংলাদেশের পতাকা
বিজয়ের পতাকা, স্বাধীনতার পতাকা,
ওর বাতাস থামবেনা,
পরাধীনতাও এই বাংলাদেশে আর আসবেনা।
                                                                            ১১-১২-২০১১


                        কবি ও লেখক
                        সাইফুল ইসলা
                        ঘাটাইল, টাঙ্গাইল
                    


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget