ধপাস । Dhopas । The Fall । বাংলা কবিতা


আমাকে তুমি ভালোবাসো ?
তবে তোমার বুকে আমায় জড়িয়ে তা দেখাও না !
মাটি দিয়ে বানানো মাংসে কি থাকতে পারে,
একটু দেখতে ইচ্ছে হয়েছে।
নিরেট হবে, নাকি স্পঞ্জ ?
বাতাসের ধাক্কা লাগলে কি ঢোলে,
হাত দিলে কি সুর সুরি হয় ?
কিছু একটা বলো ?
পেছনের বাতাসেরা কিন্তু আমাকে
তোমার দিকে ধাক্কা দিচ্ছে,
আমি জোর করে স্থির আছি, তোমার দিকে ঝোকে পড়বো ?
এক কোটি বৎসরের নেশা আমার মনে আজ ভর করেছে
 তোমাকে আজ বলতেই হবে আমি কি চাই ?
এবং দিতে প্রস্তুত হও।
আচ্ছা ঘরটা কী কাদা ও ইটের হবে ?
কোন বালি কিংবা সিমেন্ট থাকবে না ?
 দেয়ালের রংটা কি হবে ?
সাদাটা কী বদলানো যাবে ?
কি হল, ভাবনাটা বলো ?
বুঝেছি জোর ছাড়া কাজ হবে না।
ধপাস !
মা মাগো, মরে গেলাম !
মা শোয়া থেকে উঠে আমাকে তোলে বলল-
 স্বপ্ন দেখেছিস ?

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget