যুদ্ধাপরাধী । Juddhaoporady । War Criminal । বাংলা কবিতা


হুজুর ! আপনাদের এখন আর আসতে হতো না-
যদি সাতচল্লিশ সালেই সব শেষ করে দিতেন।
অনেক বড় ভুলটা তখনি করেছেন।
তখন যদি ভাষা শহীদদের মত ঐ ধরনের সবাইকে মেরে ফেলতেন,
তাহলে এখন আর যুদ্ধ করতে আসতে হতো না।
ভাষার সাথে দেশও দখল করতে পারতেন।
শালার শুয়রের বাচ্চা বাঙালিরা খুবই চালাক,
ওরা হয়তো আগেই যুক্তি করেছিল যে-
হাতে গুনা ক’জন মরলেই ভাষা পেয়ে যাবো।
তাই পেলো।
সেই উদ্দিপনা ওদের বেঁচে যাওয়া লোকদের মনে আরও সাহস যুগিয়েছে।
আমরা বন্দুক দিয়ে ওদেরকে মারতেও পারছি না,
অথচ ওরা গজারি গাছের ঢাল দিয়ে আমাদের পোন্দানি দিচ্ছে।
হুজুর ঘুমিয়ে গেলেন ?
জেগে থাকার ব্যবস্থা করে দেই ?
এই কই গেলি মজিদ ?
জি নাসির ভাই, আমি এখানে !
তাড়াতাড়ি ভালো ফূলের ব্যবস্থা কর,
হুজুরের শরীরটা ভালো না, ব্যাথা করছে, ভালো দেখে ফূল চাই।
 নাসির ভাই ! সকিনার মেয়েটা মন্দ না !
আনবো ? সরিফকে খবর দিবো ?
যা করার তাড়াতাড়ি কর,
হুজুর যদি আরও বেশী খারাপ হয় পরে এনে লাভ কি ?
কালু কোথায় ?
এই তোর আমি, কি করতে হবে ?
কাসেমকে খবর দেও।
কছিম নাকি মুক্তিযোদ্ধাদের নিয়ে দল গঠন করছে ?
ওদের অস্ত্র গজারি গাছ, সেই ঢালগুলো সরাতে পারলেই ওরা পঙ্গু,
এবার শুয়রের বাচ্চারা যাবি কোথায় !
বাংলাদেশ জিন্দাবাদ দেখিয়ে দিব,
বাংলার মাটি পাছায় ঢুকিয়ে দিবো। ,
এই হারামি বাচ্চারা ! আমার ঘূমে সমস্যা করছিস কেন ?
তোরা না বললি, ফুল এনে দিবি ?
শূধু কথায় আছে, কাজের বেলায় ঠন ঠনা।
                                     ১১-০১-২০১২

                           

কবি ও লেখক
                সাইফুল ইসলাম
                ঘাটাইল, টাঙ্গাইল
                ০১৭১৫-৭৯৩৫৭০










একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget