এবার দড়িতে গলা ঝুলবে । Abar Dhorite Ghola Julbe । The Rope Throat shall be । বাংলা কবিতা


আজ কুয়াশায় চাদর গায়ে জড়িয়ে-
আমি স্বাধীনতার স্বাদ উপভোগ করব।
বারোটা এক মিনিটে আমরা দেখতে পাবো
কোটি বাঙালি তাঁদের লাখো মা বোনের বিনিময়ে
কী চেহারার স্বাধীনতা পেলাম ?
সময় এখন রাত এগারোটা পঁয়তাল্লিশ,
আর মাত্র পনের মিনিট বাকি,
তারপর মুক্তিকামি বাঙালিদের মুখের বুলি কী হতে পারে ?
কেউ কী কাঁদবে তখন  ?
কাঁদার তো কথা নয় !
এই দেশের আলো বাতাসের গন্ধ তখন কেমন হবে ?
আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি,
যাঁরা করেছেন তাঁরাই ঐ শেকড়ের গন্ধ বুঝতে পারবেন।
আর যাঁরা এর বিপক্ষে থেকেছেন তাঁরাও বুঝবেন,
দড়ি এবার গরু ছাগল ভেড়ার গলা বাদ দিয়ে-
তাঁদের গলায় ঝুলতে থাকবে।

                                                                 ১১-১২-২০১১

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget