দুঃখরা দুঃখ পুষে দুঃখ নিয়ে স্বর্গে চলে যায়,
কাদা মাটি জল কথা কয় দেউলিয়াপনার সাথে
গল্পটা জীবনের সাথে মিশে থাকে
যদি বলা হয় তোমাদের চাওয়ার কী আছে ?
ওরা বলবে, এক গ্লাস গরম দুধ হবে ?
অনেক দিন মায়ের বুকের দুধ পাইনা
স্বাদটা কী তাই মনে নেই।
আমার বিশ্বাস দুঃখরা অমন কিছু জানতে চাইবে না
ওরা নিজেরাই যেখানে দুঃখে, সেখানে অন্যের জন্য বারোতা
আনবে কিভাবে ? ফুলের কাছে গিয়ে বললাম, দু-পোয়া সুগন্ধি দাও,
কালটা দুর্বিসহ হয়ে যাচ্ছে।
নাকের ঢগায় তা ঝুলিয়ে রাখবো।
ফূল কোন কথা বলেনি,
হয়তো বলার প্রয়োজন মনে করেনি।
অবশেষে দুঃখরা স্বর্গে যায়নি।
যাওয়া ততটা সহজ ছিলনা।
দেউলিয়াপনায় ভর করে এখন ওরা পথের ধূলো মাত্র।
সেখানে কুকুড় দাঁড়িয়ে পেচ্ছাব করে, মানুষ একইভাবে করে।
একটি মন্তব্য পোস্ট করুন