কবিতা লেখা । Kobita Lekha । The Poetize । বাংলা কবিতা


আমি যখন প্রেমের কবিতা লেখতে শুরু করি
তখন আমার দেহের রক্ত নালিগুলো চুপ হয়ে থাকে
দেখতে থাকে কোথা থেকে ভাবনা বের হয়
কোথা থেকে শুরুটা করা হয়
নালিগুলো কাজ বন্ধ হলে কী শরীর সুস্থ্য
থাকবে ? থাকবে না।
তাই ওদের কাজ চালিয়ে যেতে হয়।
ভাবনার উৎস আর খূঁজে পাওয়া হয় না।
আমি বুঝতে পারি, আমার মনের দরজা খূঁলে যাচ্ছে,
শরীরের পশমের গোড়া থেকে গরম বাতাস বের হচ্ছে
দখিনের জানালা বেয়ে হরের রকম ইশারা আসছে।
কী ধরনের কবিতা হবে ?
সহজ সরল ভাষার অলঙ্কারে নাকি কিছুটা গুরুগম্ভির ভাবের ?
কথাগুলো নারীর প্রেমের নাকি অন্য কিছু ?
ভাষাটা কী সাধু না চলিত হবে ?
আমি কিছূই জানি না।
শুধূ জানি একটা কিছূ রচনা হবে।
কাগজ কলম অথবা কমপিউটারের কী-বোর্ড প্রস্তুত হচ্ছে।
আমি চেয়ে আছি প্রথমের কথাটা দেখতে।

২২-০২-২০১২


   কবি ও লেখক
                সাইফুল ইসলাম
                ঘাটাইল, টাঙ্গাইল
           

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget