কবিতা হবে এমন ! । Kobita Hobe Amon । Poems that will be ! । বাংলা কবিতা

kobitardokan

কবিতা হবে এমন-
যা মাটি ও মানুষের কথা বলে
মায়ের কথা বলে
ঘুমিয়ে থাকা রক্তের মাঝে জাগরণ ধরায়
রণভূমে একটা জাতির মনে চেতনা পাঠায়।
কবিতা হবে এমন-
যেন বাংলার বুক থেকে মুছে যাবে কালো কাল
থেমে যাবে সন্ত্রান খুন রাহাজারি লুট ধর্ষন
পুড়ে যাবে পরাহত কাল,
আসবে আশার আশে স্বর্নালী  শ্যামা।
কবিতা হবে এমন-
যা ভেতর থেকে আগুনের ফুলকি বের হবে
দুহাতে তুলে নেবে দামিনী তরঙ্গ
ছুটে চলে চারপাশে দূর্বার তেজে
বলে যায়, আমরাই শ্রেষ্ট জাতি।
কবিতা হবে এমন-
যেন মায়ের মুখ তুমি দুর থেকেও দেখছো
বাপের মুখে বাজান ডাক শুনছো
 বোন বলছে ভাইয়া, এবার কিন্তু সুন্দর একটা ভাবি আনা চাই
লাল টুকটুকে ভাবি, সে আর আমি খেলবো।
কবিতা হবে এমন-
মহা প্রলয়শিখা, হিমাদ্রী, হুঙ্কার তেজী
হিম্মতের দড়িয়া পাল
আর কবি নজরুলের মত এক জোড়া বাহু,
এক জোড়া চোখ, একটা দেহ মন।

                    ২৮-০১-২০১২
কবি ও লেখক
                সাইফুল ইসলাম
                ঘাটাইল, টাঙ্গাইল
           

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget