গোছল অতঃপর মাটির তলে । Gochol Othopor Matir Tole । The Bath, Then UnderThe Ground । বাংলা কবিতা



আসা যাওয়ার মাঝেই আছি সবাই একবার করে,
আসার মাঝে পূর্ব পরিকল্পনা থাকলেও
যাওয়ার মাঝে হঠাৎ করে যাওয়া।
যাওয়া পরে সবাই বুঝে সে এখন কোরআনের সত্যতায় মিলেছে।
কখন গেল ! কখন ঐ চোখ বন্ধ হয়ে পৃথিবীর আলো হারালো ?
নিম পাতা জাম পাতার সাথে গরম জল মেখে গোছল,
তিন কিংবা পাঁচ কাপড়ের ঢাকনা,
সারে তিন হাত জমিনেই সকল জমিদারি হবে।
কোন উজির নাজির পেয়াদা  ও প্রজা নেই।
এখন রব দ্বীন ও রাসূল নিয়ে প্রশ্ন,
জবার দাও  হে বান্দা !

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget