ভালোবাসার বহুরুপী ভাবনা | Balobashar Bohurupi Babna | The Multiform throughts of Love | বাংলা কবিতা


বুকের ভিতর কষ্টেরা জ্বালাতন করে,
ক্ষণে ক্ষণে উত্তাল রাহাজারি হয়
কী মূল্য আছে এই জীবনের ?
কী হবে আর ব্যর্থ স্বপ্ন দেখে ?
অস্বপ্নের যাত্রায় ভর করে চলতে আর ভালো লাগেনা।
যেদিন ও চলে গেছে,
সেদিন থেকেই মাটির সাথে মিশে গেছি
এখন শুধু ওখানে শোয়ার পালা।
যতবার ইচ্ছে করে তোমায় খুন করব
ততবারই ব্যর্থ হয়ে ফিরে আসি।
সেই আসা যেন আসা নয়, চরম ভাবে পরাজিত হওয়া।
আমি ভেবে পাচ্ছিনা কী করব ?
রক্ত দেখলেই আমার ভয় করে, তাহলে খুন করব কীভাবে ?
নাহ্‌ ! একবার গিয়ে ওকে দেখিনা ও কেমন আছে ?
ভালোবাসার মানুষকে কী খুন করা যায় ? যায় না।
এ আমার শ্রেষ্ট ভালোবাসার বহুরুপি ভাবনা।

২০-০২-২০১২
কবি ও লেখক
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget