পেছনের দরজার মত তুমি আমায় ফেলে চলে গেলে-
কোন সে মনিহারের আশায় ?
কোন কল্পনায় মজে না তো ?
সেখানে কিন্তু দহনকাল থাকতে পারে,
যেমনটিতে এখন আমি আছি।
কখনো দাউ দাউ আগুনের ফুলকি,
কখনো মরিমহে বিষাক্ত বিষের ছোবল।
তুমি যদি এতে মজে থাকো তবে আমি কেমন আছি বুঝবে,
তুমি অনুভব করবে ব্যর্থ প্রেমের তলাতলে কী থাকে।
তখন ভেবে নেবে প্রেম বলতে বুঝায় কিছু কালো উড়ন- ধূলো,
যা গায়ে লাগলে পৃথিবীর কোন সাবান অথবা ডিটারজেন্ট পাউডার তা সারতে পারে না।
আমি এখন গরম জলের চুল্লিতে আছি দহনকাল সরাতে,
সরছে না, আরও লেগে যাচ্ছে,
জানি এর সবটুকুই ব্যর্থতা
পাওয়া শুধু মনের খায়েশ মেটানো।
একটি মন্তব্য পোস্ট করুন