দূরে যাও, দূরেই তো আছি আমি
অদেখার দেয়াল হয়ে ভাঙনের সুরে সুরে,
কোন স্বপ্ন তো এখন আমায় রাঙায়না
ডাকে না হাত ইশারায়,
বলে না- এসো বন্ধু আপন আপনে।
সেই দুরন- বেলার কালগুলো আমার সাথে নেই,
সেই ফুল পাপিয়ার মন মনিহার
আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে।
কিছূই তো দিয়ে যায় নি
আমি শুধু বুনেছি নতুন করে নতুনা,
বন্ধু ছাড়া কি নতুনা হয় ? হয় না।
যে নতুনায় আমি আবদ্ধ তা এক নিছক ঘর,
যে ঘরে আমি অস্বপ্ন আঁকি;
স্বপ্ন আঁকা তো ভূলের ছিল।
২৯-১১-২০১১
একটি মন্তব্য পোস্ট করুন