অধিকার । Odikar । The Domination । বাংলা কবিতা

কবি ও কবিতা

একটু স্বপ্ন দেখাও, একবারের জন্য শুধু এক মুটো স্বপ্ন
যার ওপর ভর করে-
কিছুটা সময় না হয় ব্যর্থ যাত্রায় পার করব,
জীবনের এই সংকট মহূর্তে একটা
সীমানায় যাওয়া অবশ্যক,
তা হোক কালোকাল অথবা রঙের কাল।
আমি জানি আমার ভাগ্যে পরেরটা নেই
তবুও তাকে ভাবতে দোষটা কোথায় !
পরাণের পরাণে মিলতে কী আমার সাধ হয় না !
ধুপ ছায়ার তলে আর কতকাল অর্ধমরণে ঝিমাবো ?
আর তো মন মানে না,
যেতে চায় তোমার কাছে, প্রেমের বুকে।
আচ্ছা তুমি এখন কেমন আছো ?
বৈবাহিক জীবনটা কী অনেক মধূর হয় ?
আমার কথা কী একদম ভুলে গেছো ?
ভূলে যাওয়ার আবেশে না হয় একটু মনে রেখো
খাতার পাতায় অপু নামটা লিখে আবার কেটে দিও
তবুও ভেবে নেবো আমায় ভেবেছো।
এখন সময় সকাল দশটা
সকালের নাস্তা এখনো সারিনি
তোমার কথা মনে হল, তাই এই অকথা লেখা,
এই পাগলের পাগলামি বাণী।
বাতাসের বুক থেকে একটা ঝাপসা বাতাস
 সে আমায় বলছে, এই পোলা !
নাস্তা বাদ দিয়ে অন্যের বউকে নিয়ে ভাবনা
করা খুবই খারাপ কাজ।  তুমি বলো, তুমি কী আমার কেউ না ?
তোমাকে নিয়ে ভাবার কোন অধিকার নেই ?


১৯-০২-২০১২

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget