জানি আমি চলে যাবো এই ক্ষণিকের আবাস ফেলে
পত্র মিতালে যত হবে লেনাদেনা, যত হবে ঘাস ফড়িং এর সাথে খেলা
সকল আশার দুয়ারে ছাই পড়বে
টুটে যাবে অটুট বন্ধন, ভেঙে যাবে এ খেলাঘর।
কে আমি ও আমরা রবে না তার কোন চিহ্ন,
কোথা থেকে এসেছিলাম কার পেটে ছিলাম !
তিনি তো ধরে রাখতে পারবেন না,
তিনি নিজেও চলে যাবেন।
কোথায় এই মায়ার বন্ধন, কোথায় স্বজন প্রিতি ?
সকলই মূল্যহীন পয়ারে যাবে ধ্বঃশে মিশে।
মজেছিলাম মিছে আবেশে এই ধরনীতে যাযাবর অথবা স্বাভাবিকে,
কেউ থাকেনি, তাদের যতজন এসেছে কালে কালে কালের কালান্তে,
সবাই গেছে মরণের সাথে মাটিতে।
তাহলে আমি তো থাকার যোগ্য নই।
এই কাল এই জমিন তোমরাও কী চলে যাবে তিন হাত মাটির নিচে ?
কিছুই বুঝিনা না বুঝার ছলে,
আকাশের পানে তাঁকিয়ে বলি- এই আকাশটাও কী কবরে যেতে পারবে ?
অবুঝ কালে তুমি যে যুবক ! না বুঝার কথা বলো কেন ?
কবর শুধু মানবের জন্য, পরপারের হিসেবটাও তাদের জন্য।
কথা শুনে আমার মনটা উথলে উঠে,
কেঁদে কেঁদে ঘরে গিয়ে দেখি আমার ঘরে সাপে ভরে গেছে।
সাপ কেন ? বুঝতে পারলাম, এই জীবনের
কিছূ না করার ফলাফল স্রষ্টা এখনি দেখাচ্ছে।
মুহূর্তেই ওরা আমায় জাপসে ধরলো।
আমি মাকে ডাকছি, মা আসেনি, তিনি তো আগেই চলে গেছেন।
২১-০২-২০১২
একটি মন্তব্য পোস্ট করুন