তুই কীসের কবি হলি, কোন পত্রিকায় তো তোর
কবিতা ছাপা হল না,
সারা জীবন লিখেই গেলি, কী ছাই বাসি লেখিস ?
ঐ সব বাদি দিয়ে কাজে লেগে পড়,
ক্ষেতে খামারে কাজ করলে কিছু পাবি।
এক গাদা ডায়েরির পাতা লিখে ভরে কোন লাভ নেই।
পুরানো কবিদের মান নেই নতুন কবিদের ছড়াছড়ি ?
আমার চোখ জল ভরে যায়।
আমি লোকটির থেকে সরে একা ভাবছি,
কে বলেছে কবিতা ছাপা হয় না !
সেদিনও তো “মা, আজ কিন্তু গরম বৌখুদা খাবো”!
কবিতাটা ছাপা হল।
নাহ্ মানুষের কথায় দমে যাওয়া চলবে না।
হঠাৎ করে তো নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ ও
আল মাহমুদ হওয়া যাবে না।
নজরুল কী আগেই জানতেন তাঁর মনে
নজরুল আছে ? সে কী জানতেন তিনি বিদ্রোহী
কবি হবেন ? জানতেন না।
আমার মাঝেও ভিন্ন আমি থাকতে পারে,
যা কিনা অন্যতম একজন সাহিত্যিকের দাবিদার রাখবে।
ইত্যিমধ্যে দুটো গল্পও পত্রিকায় ছাপা হয়েছে আমার।
এখন উপন্যাস ছাপানোর জন্য অফিসে কপি জমা দিয়েছি,
হয়তো হঠাৎ করে এক দিন হয়ে যাবে।
তখন নিন্দুকেরা বলার কিছূ পাবে না।
অচেনা কবি হয়ে যাবে জনে জনের কবি।
২২-০২-২০১২
একটি মন্তব্য পোস্ট করুন