প্রিয় বাংলা ভাষা । Prio Bangla Bhasha । Dear Bengali Language । বাংলা কবিতা

কবি ও কবিতা

আমি কথা বলি যে ভাষায়, আমি চিৎকার করি যে ভাষায়
গান গাই সুর তুলি গিটারের তারগুলায়
মায়ের ভাষা প্রিয় ভাষা তাতো মোদের বাংলা ভাষা (।।)

ভুলি নাই ভুলব না ওগো ভাইয়েরা
দিয়েছো যে রক্ত বুকে নিয়ে আশা,
মনে রবে, রাখব কালে কালে
সৃজনে পূজনে করি হৃদরের নেশা।
আমি কথা------------------------তাতো মোদের বাংলা ভাষা  (।।)

মনে আছে ওগো মা ভুলি নাই ভুলব না
রাজপথে লাল রক্তের দশা,
মহাকাল জেনেছে স্বরণে রেখেছে
কথা দিলাম রাখব ভাষার মান দিয়ে ভালোবাসা।
আমি কথা------------------------তাতো মোদের বাংলা ভাষা  (।।)

ওগো মা তুমি প্রিয় তার চেয়ে ভাষা প্রিয়
সে ভাষার লাগি গেল জীবনের বাসা,
মা মা বলে ডাকি শুনতে কী পাওনা ?
এর চেয়ে কী করো জীবনে তুমি আশা ?
আমি কথা------------------------তাতো মোদের বাংলা ভাষা  (।।)

২১-০২-২০১২

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget