মনে পড়ে তাকে । Mone Pore Takee । He Remembered । বাংলা কবিতা

কবি ও কবিতা

মনে পড়ে তাকে
সময়ে অসময়ে কারণে অকারণে
ভালো কিংবা খারাপেও যখন থাকি।
মনে পড়ে তাকে
অদেখার নীল দহনে জ্বলা কামনায়
জ্বলে পুড়ে ছাই হলেও।
মনে পড়ে তাকে
হারিয়ে যাওয়া প্রেমময়ীর প্রেম
আবার নিজের করে পাবার আশায়।
মনে পড়ে তাকে
প্রেমের দেউলিয়াপনায় ভর করে
হেঁটে হেঁটে পিপাসার বালুচরে।
মনে পড়ে তাকে
ভুলে যাওয়া আশে কামনায়
জল ছবির ভিতরে মরিমহে।
মনে পড়ে তাকে
তার মধুর পিয়াসার ভাঁজে ভাঁজে
চমকিত গরম সাদা রসে মজতে।
মনে পড়ে তাকে
না দেখার অভিপ্রায়ে সদাক্ষণে
তোলপার হয় বুকের ভিতরে যবুথবু।
মনে পড়ে তাকে
সে কী ভালো আছে অন্যের কাছে !
তার সত্যিকার চেতনার মিলন তিথিরে !
মনে পড়ে তাকে
আজ এখন এই আমার দুঃসময়ে
প্রিয় বান্ধবীর মুখখানি দেখার আশে।


                                                       ১৭-১১-২০১১

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget