মেঘর নয়, তবুও কালো ফনা তোলে তেড়ে আসে,
এ যেন এক মহা হুঙ্কার।
চারদিকে কেউ আছো, তবে পালাও,
এবার বুঝি আর রক্ষে নেই।
কী করবে ঐ ফনা ?
কী করার ক্ষমতা আছে ওর ?
একবার দাঁড়িয়ে থেকে দেখি না !
আমরাও যদি অমন ভাব দেখাতে পারি !
আকাশটা কালো হয়ে যায় না, কিন্তু ?
তা এক শক্ত খর্গজ নয়তো ?
হাত দিয়ে দেখতে গেলেই কাহিনী হবে
কাহিনীটা বৈধ নয়তো অবৈধ হবে,
উহার মাঝেই জীবের জীবন- মনিহার থাকে।
সকালটা হয় ফূলের মত,
রাত্রীটা হয় কালোর মত,
ঢেউয়ে ঢেউয়ে গর্জন হয়,
তা তো কোন বৃথাই কারাবর নয়,
ফূল কলির কাহিনী মাত্র।
ঢেউয়ে ঢেউয়ে নাও দোলে, ঢেউও দোলে
কী এক কূলে মজার পতাকা !
০৯-০১-২০১২
একটি মন্তব্য পোস্ট করুন